রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫৮ জন টেকনিশিয়ানের যোগদান » Itihas24.com
ঈশ্বরদী২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫৮ জন টেকনিশিয়ানের যোগদান

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২২ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

রূপপুর পারমাণবিকের নিউক্লিয়ার পাওয়ার কোম্পানী অব বাংলাদেশ লিঃ (এনপিসিবিএল) প্রতিষ্ঠানে ৫৮ জন সিনিয়র ও সহকারি টেকনিশিয়ান পদে যোগদান করেছেন। সোমবার (২২ আগষ্ট ) দুপুরে প্রকল্পের গ্রীণসিটির রূপপুর এনপিপি (পিডি ভবন) ভবনে নবাগতরা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আলী হোসেন। সভাপতিত্ব করেন এনপিসিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর।

এসময় প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম, সাইট ইনচার্জ এবিএম রুহুল কুদ্দুসসহ প্রকল্পের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন এনপিসিবিএল এর সচিব আব্দুর রশীদ।

ড. শৌকত আকবর জানান, প্রকল্পে যোগদানকৃত নবাগতরা আমাদের ভবিষ্যত। এদের আরও উচ্চতর প্রশিক্ষণের জন্য বিদেশে পাঠানো হবে। এদের দ্বারাই আগামী দিনে পরিচালিত হবে বঙ্গবন্ধুর স্বপ্রে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

author avatar
Ronjon Kumer

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads