ঈশ্বরদীতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ,২০ জন চিকিৎসাধীন » Itihas24.com
ঈশ্বরদী২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু ,২০ জন চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২২ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

চলতি মাসের প্রথম থেকেই ঈশ্বরদীতে দ্রুতগতিতে ডেঙ্গু রোগীর বিস্তার ঘটছে। নয় দিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ২০ জন রোগী চিকিৎসা গ্রহন করছে। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আসমা খান উপজেলা ভর্তি হওয়া ৫ জন ছাড়াও বিভিন্ন ক্লিনিকের তথ্য অনুযায়ী উপজেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন।

সর্বশেষ গত সপ্তাহে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের কাজে নিয়োজিত ৫ জন শ্রমিক স্থানীয়ভাবে ডেঙ্গতে আক্রান্ত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। ভর্তিকৃতরা হলেন, তুষার খান (২৪), পিতা, মোনায়েম খান গ্রাম, রেজান নগর, লিটন (৩৮), সোহেল রানা (২৮), মিটুন (২৮) এবং অপর জনের নাম জানা যায় নাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ডেঙ্গতে শনাক্তরা কেউ এক মাসের মধ্যে ঢাকায় যায়নি। স্থানীয় এডিস মশার কামড়ে তারা ডেঙ্গতে আক্রান্ত হয়েছে।

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads