ঈশ্বরদীতে গভীর রাতে অগ্নিকান্ডে পুড়ল কৃষকের ১১ ঘর » Itihas24.com
ঈশ্বরদী৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে গভীর রাতে অগ্নিকান্ডে পুড়ল কৃষকের ১১ ঘর

নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৩, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে গভীর রাতে অগ্নিকান্ডে নয়টি বসত ঘর, দুইটি রান্নাঘর, তিনটি মটর সাইকেল, চারটি ফ্রিজ, চারটি টিভি, খাদ্যসামগ্রীসহ আসবাপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার গ্রামের গ্রামের কৃষক তাজমল প্রমানিকের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

লক্ষীকুন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া  বলেন, ২৫ সদস্যের কৃষক পরিবার তাজমল হোসেনের। শনিবার গভীর রাতে হঠাৎ অগ্নিকান্ডে ইটের দেয়াল ও টিনের ছাউনির বসত বাড়ির ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় এ পরিবারের সদস্যদের তিনটি মটর, ফ্রিজ, টিভি, আসবাবপত্র, খাদ্যসামগ্রী ও নগদ টাকা পুড়ে গেছে। কোথায় থেকে আগুনের সূত্রপাত হয়েছে পরিবারের কেউ তা বলতে পারেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে।

ঈশ্বরদীর রূপপুর গ্রীণ সিটি মর্ডাণ ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মেহেরুল ইসলাম  বলেন, বিলকেদার অত্যন্ত দুর্গম এলাকা। যাতায়াতের রাস্তা অত্যন্ত সরু। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অত্যন্ত বেগ পেতে হয়েছে। শনিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বসত বাড়িসহ আসবাবপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads