ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে লাখ টাকা জরিমানা » Itihas24.com
ঈশ্বরদী২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

 ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে লাখ টাকা জরিমানা 

নিজস্ব প্রতিবেদক
জুলাই ৫, ২০২৩ ৮:০৫ অপরাহ্ণ
Link Copied!

 ঈশ্বরদীতে পদ্মা নদীতে বালু উত্তোলনের অভিযোগে দু’জনকে লাখ টাকা জরিমানা

ঈশ্বরদী ও কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সীমান্তবর্তী পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার (৫:জুলাই) পদ্মানদীর হাডিঞ্জব্রীজ ও সাঁড়া এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু ও ঈশ্বরদী সহকারি কমিশনার ( ভূমি)টি.এম. রাহসিন কবির।
যৌথ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ভেড়ামারা ফয়েজুল্লাহপুর গ্রামের ইদ্রিস প্রামানিক ছেলে আরিফুল ইসলাম কে ৫০ হাজার টাকা ও রাইটা গ্রামের বজলু মহলদারের ছেলে রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।

ঈশ্বরদীর সহকারি কমিশনার (ভূমি) রাহসিন কবির জানান, এই অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অবৈধ বালু উত্তোলনকারী যত বড় শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads