পাবনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছে ৩৭৩ পরিবার » Itihas24.com
ঈশ্বরদী২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছে ৩৭৩ পরিবার

বিশেষ প্রতিবেদক
এপ্রিল ২৩, ২০২২ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুজিববর্ষ উপলক্ষে ঈদ উপহার সরুপ পাবনার ৩৭৩ ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে জমিসহ স্বপ্নের ঘর।
২৩ এপ্রিল (শনিবার) বিকেলে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসেবে আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শত ০৪ টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে পাবনায় ৯ উপজেলা ৩৭৩ টি ঘর হস্তান্তর করা হবে। পাবনায় মোট ৬৫৪টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। অবশিষ্ঠ ঘর জুনের মধ্যেই সম্পন্ন হবে। এর আগে পাবনায় দুই পর্বে ১ হাজার ৪শত ২৩ টি ঘর হস্তান্তর করা হয়েছে।
প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লক্ষ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারী, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে এই ঘর গুলোতে। দুই শতাংশ জমি সহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান প্রমূখ।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads