ঈশ্বরদীতে আদম ব্যবসায়ী গ্রেফতার » Itihas24.com
ঈশ্বরদী৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে আদম ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিবেদক
মে ১১, ২০২২ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে হাবিবুর রহমান বাচ্চু নামে এক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের মৃত আব্দুল হামিদ প্রামানিকের ছেলে।

বুধবার গভীর রাতে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সৌদি আরবে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আদম ব্যবসায়ী হাবিবুর রহমান বাচ্চু ও প্রদীপ নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ করে ভুক্তভোগীরা। বুধবার গভীর রাতে গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে ওই আদম ব্যবসায়ীকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী কিরণ হোসেন ও পিয়াস সরদার জানান, গ্রেফতারকৃত বাচ্চুর ছোট ভাই প্রদীপ বিদেশে থাকার সুযোগে এলাকার সহজ-সরল যুবকদের ভালো বেতনে চাকরির প্রলোভনে প্রতারণা করে দুই ভাই লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

 

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads