প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন,মটর সাইকেল শোভাযাত্রা » Itihas24.com
ঈশ্বরদী৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন,মটর সাইকেল শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২১ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ঈশ্বরদীতে মাস ব্যাপী কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকালে কর্মসূচীর প্রথম দিনে বিশাল মটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়। পরে রান্না করা খাবার বিতরণ করা হয়।
সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবে চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু।
মটর সাইকেল শোভাযাত্রাটি সলিমপুরের জয়নগর বোর্ড অফিস মোড় থেকে শুরু হয়ে শিমুল তলা, সাকরেগাড়ী, বড়ইচারা, গাং মাথাল, কোলেরকান্দি, মিরকামারীসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম মালিথার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক (অবঃ) নায়েক এম এ কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদুল আলম ফরিদ, ইঞ্জিঃ কবিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মীর জহুরুল হক পুনো, অর্থ সম্পাদক সাদেক আলী বিশ্বাস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান, পৌর আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুর রহমান বীরু, সাহাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আকাল উদ্দিন সরদার, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, উপজেলা যুবলীগ নেতা মিলন চৌধুরী, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, যুবলীগ নেতা রনি মালিথা, কামরুল হাসান বুলবুল, তুষার মন্ডল, রুহুল আমীন কুদ্দুস, দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি পুলক সরদার, মুলাডুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি, সাধারণ সম্পাদক সুমন দাস, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন, কলেজ ছাত্রলীগের সভাপতি খন্দকার আরমান, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক তামিমুল ইসলাম রিংকু, মুলাডুলি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর হোসাইন ও সাবেক সভাপতি রেজাউল করিম সোহেল, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান স্বপন, জাতীয় চার নেতা পরিষদ নেতা দেলওয়ার হোসেন খাঁন বাচ্চু, আব্দুল্লাহ্ আল মতিন হান্নানসহ বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী। অনুষ্ঠানটি সমন্বয়ের দায়িত্ব পালন করেন সলিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল বারী।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads