ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল » Itihas24.com
ঈশ্বরদী৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল

বিশেষ প্রতিবেদক
জুলাই ২৮, ২০২২ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

ভারতের সবচেয়ে ধনী নারী সাবিত্রী জিন্দাল। মাত্র দুই বছরে তার সম্পদ বেড়েছে ১২ বিলিয়ন ডলার। করোনা পরবর্তী সময়ে বড় বড় ব্যবসায়ীরা যখন টিকে থাকতে ব্যস্ত, তখন সাবিত্রীর মোট সম্পদ বেড়ে দাঁড়িয়েছে ১৭.৭ বিলিয়ন ডলার।

ভারতের স্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় স্বামী ওম প্রকাশ জিন্দালের প্রয়াণের পর সাবিত্রী ব্যবসার দায়িত্ব নেন। ৫৫ বছর বয়সে মানুষ যখন অবসরের পরিকল্পনা করেন, সাবিত্রী তখন ব্যবসার মারপ্যাঁচ শিখতে শুরু করেন। গত কয়েক বছর যাবত তিনি ভারতের সবচেয়ে ধনী নারী।

খবর অনুসারে, অন্যদের থেকে সাবিত্রীর গল্প কিছুটা ভিন্ন। এই নারী কোনোদিন কলেজের আঙিনায় পা রাখেননি।
ফোর্বসের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী বিলিয়নিয়ার তালিকায় সাবিত্রী ৯১তম আর বিশ্বের ১৩ বিলিয়নিয়ার নারীর একজন।

জিন্দাল গ্রুপ ভারতের ইস্পাত ও শক্তি খাতে অন্যতম বৃহৎ সংস্থা।

১৯৫০ সালে জন্ম নেওয়া সাবিত্রী বড় হয়েছেন আসামের তিনসুকিয়া শহরে। ১৯৭০ সালে ওম প্রকাশ জিন্দালের সঙ্গে তার বিয়ে হয়, তাদের ঘরে নয় সন্তান রয়েছে। সন্তানরাও নামী ব্যবসায়ী।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads