বিশ্বখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন » Itihas24.com
ঈশ্বরদী৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

বিশ্বখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন

বিশেষ প্রতিবেদক
জুলাই ১২, ২০২৩ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা মারা গেছেন। গতকাল মঙ্গলবার (১১ জুলাই) ৯৪ বছর বয়সে প্যারিসে তার মৃত্যু হয়। আজ বুধবার তার প্রকাশকদের একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মিলান কুন্ডেরা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।

চাকরি হারিয়ে, কম্যুনিস্ট পার্টি থেকে বরখাস্ত হয়ে ১৯৭৫-এ স্ত্রীকে নিয়ে চলে যান ফ্রান্সে। শুরু হয় তার নতুন জীবন। তার সবচেয়ে বেশি পঠিত উপন্যাস ‘লাইফ ইজ এলসহোয়ার’। তার চেক ভাষায় লেখা শেষ উপন্যাস ‘ইমমর্টালিটি’। আর ১৯৯৫ সালে প্রকাশিত ‘স্লোনে ‘ ফরাসি ভাষায় লেখা কুন্ডেরার প্রথম উপন্যাস।

১৯২৯ সালে চেকোশ্লোভাকিয়ার নো শহরে মিলান কুন্ডেরার জন্ম। তার পড়াশোনা, বড় হয়ে ওঠা সবই ব্রুনোতে। পরে প্রাগের শার্ল বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগে সাহিত্য ও নন্দনতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন।

তার অপর উপন্যাসগুলো হলো ‘দ্য ফেয়ারওয়েল পার্টি’, ‘দ্য আনবিয়ারল লাইটনেস অব বিয়িং’, ‘আইডেন্টিটি’, ‘ইগনোরেন্স’ ইত্যাদি।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads