ঈশ্বরদীতে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে » Itihas24.com
ঈশ্বরদী৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

ঈশ্বরদীতে বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে মেয়ে

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাবার লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নিলেন এক পরীক্ষার্থী। বুধবার (২৮ ফেব্রæয়ারী) হৃদয়বিদারক এ ঘটনা ঘটেছে পাবনার ঈশ্বরদীর গড়গড়ি গ্রামে।

জানা যায়, ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের বিশিষ্ট তেল ব্যবসায়ী ও গড়গড়ি গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান মালিথা (৫৭) মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে মারা যান। তার জানাযা নামাজ বুধবার (২৮

ফেব্রুয়ারি) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। সিদ্দিকুর রহমান মালিথার (১৬) মেয়ে সুরাইয়া খাতুন এবারের এস এসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষায় অংশ নিতে তিনি সকালে বাবার লাশ বাড়িতে রেখে তিনি বাঁশেরবাদা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষা কেন্দ্র সচীব এবং বাঁশেরবাদা উচ্চ বিদ্যাললের প্রধান শিক্ষক মো. শামসুল ইসলাম জানান, বাবার লাশ বাড়িতে রেখে কেন্দ্রে এসে পরীক্ষা দেওয়ার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। মেয়েটি পরীক্ষা কেন্দ্রে এসে বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। আমরা যথাসম্ভব তাকে মানসিক শক্তি যুগিয়ে ঠিকমতো পরীক্ষা দেওয়ানোর চেষ্টা করেছি।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads