মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া » Itihas24.com
ঈশ্বরদী৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

মার্কিন রাষ্ট্রদূতকে তলব করলো রাশিয়া

বিশেষ প্রতিবেদক
মার্চ ৭, ২০২৪ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার মস্কোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে। রাশিয়ায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা তিনটি এনজিওকে সমর্থন করার জন্য মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসিকে তলব করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনাদুলু।

রাষ্ট্রদূতকে তলব করে মস্কো বলেছে, তারা কূটনৈতিক বহিষ্কারসহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টা দমন করবে।

পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমেরিকান কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল এডুকেশন’, ‘কালচারাল পারসপেক্টিভ’ এবং ‘ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন’-কে যেকোনো সহায়তা প্রদান বন্ধ করার জন্য রাষ্ট্রদূত ট্রেসিকে আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় দাবি করেছে, মার্কিন দূতাবাসের সহায়তায়, এই সংস্থাগুলো শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের ছদ্মবেশে প্রভাবশালী এজেন্টদের নিয়োগের লক্ষ্যে রুশ-বিরোধী কর্মসূচি এবং প্রকল্প বাস্তবায়ন করছে।

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার প্রচেষ্টা এই ধরনের কর্মে জড়িত মার্কিন দূতাবাসের কর্মচারীদের বহিষ্কারসহ কঠোরভাবে দমন করা হবে।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads