রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু » Itihas24.com
ঈশ্বরদী৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ২১, ২০২১ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে তিন জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় একজন এবং উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, দুই জন হাসপাতালের ২৯/৩০ নম্বর ওয়ার্ডে এবং অন্যজন হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। তাদের মধ্যে দুই জন পুরুষ এবং একজন নারী।

এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। বর্তমানে রাজশাহীর সাত জন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর তিন জন, নাটোরের দুই জন, পাবনার তিন জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন ও সিরাজগঞ্জের একজন ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন দুই জন। উপসর্গ নিয়ে ১৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন দুই জন। এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিন জন।

গত ১৭ ডিসেম্বর থেকে রামেক হাসপাতাল ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। তবে চালু রয়েছে রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাব। সর্বশেষ সোমবার এই ল্যাবে ২০৯ জনের নমুনা পরীক্ষায় তিন জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার অনুপাতে জেলায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৪৬ শতাংশ।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads