ভোটগ্রহণ শেষ চলছে গননা » Itihas24.com
ঈশ্বরদী২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর
আজকের সর্বশেষ সবখবর

ভোটগ্রহণ শেষ চলছে গননা

বিশেষ প্রতিবেদক
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সপ্তম ধাপে দেশের ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ২০ জেলার ২৪টি উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।
১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট দেন ভোটাররা।
এদিকে সপ্তম ধাপের নির্বাচনেও সহিংসতার ঘটনা ঘটেছে। চট্টগ্রামের সাতকানিয়ায় সহিংসতায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। সোমবার (৭ ফেব্রুয়ারি) নলুয়া ও বাজালিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এছাড়া বেশকিছু কেন্দ্রে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সপ্তম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এরমধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এছাড়া সংরক্ষিত নারী মেম্বার পদে ১৩ জন এবং সাধারণ মেম্বার পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ইসির নির্বাচন কমিশন শাখা জানায়, এ ধাপে পাঁচ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন প্রার্থী। সংরক্ষিত নারী মেম্বার পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এছাড়া সাধারণ মেম্বার পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।
মোট ভোটার ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন এবং নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।
চলমান ইউপি নির্বাচনে এরই মধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট হয়েছে। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরপর ষষ্ঠ ধাপে ২১৬ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়। আর অষ্টম ধাপে আটটি ইউনিয়ন পরিষদের ভোট নেওয়া হবে আগামী ১০ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads