যারা বাংলা হরফে নাম লেখেন তাদেরকে আমি সম্মান করি » Itihas24.com
ঈশ্বরদী৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

যারা বাংলা হরফে নাম লেখেন তাদেরকে আমি সম্মান করি

মোস্তাফা জব্বার
এপ্রিল ১৬, ২০২২ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

আমার নিজের ফেসবুকের হিসাবে সাড়ে চার হাজারের ওপর বন্ধু ২ লাখ ১০ হাজারের বেশি ফলোয়ার রয়েছে। আমি বন্ধুদেরকে বাছাই করে নিই। আমার পোস্টে বন্ধুরাই কেবল মন্তব্য করতে পারেন। ৭/৮ জন ছাড়া বাকিদের সবার নাম বাংলা হরফে লেখা। তবে পেজে যারা যুক্ত হয় তাদের বাছাই করার কোন সুযোগ নাই। তাদের প্রায় সবার নাম ইংরেজি হরফেই থাকে। মাঝে মাঝে পেজের পোস্টগুলোর মন্তব্য দেখি।

বিস্ময়কর বিষয় হচ্ছে যে সেখানে আমার সবচেয়ে বড় অপরাধ আমার নিজের নাম কেন বাংলা হরফে বা আমি কেন বাংলা হরফে যাদের নাম তাদেরকেই বন্ধু বানাই। আজকে স্পষ্ট করে বলতে চাই যারা বাংলা হরফে নাম লেখেন তাদেরকে আমি সম্মান ও শ্রদ্ধা করি-এজন্য যতো খুশি গালি কেউ আমাকে দিতে পারেন, দেবেন। জয় বাংলা। আমি বাংলাকে ভালবাসি।

(ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগৃহীত)

লেখক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads