দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
১৪ আগস্ট পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীদের নতুন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। কারণ, পরীক্ষাকেন্দ্রের কিছু আসনবিন্যাস পরিবর্তন করা হয়েছে। আগামী সোমবার (৯ আগস্ট) থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে।
এক বিজ্ঞপ্তিতে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এসব তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯–এর বিস্তার রোধে সরকার কর্তৃক সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সময়সীমা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষা ৭ আগস্টের পরিবর্তে ১৪ আগস্ট বিকেল চারটায় অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের নতুন করে ৯ আগস্ট থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে।