শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল » Itihas24.com
ঈশ্বরদী২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
ঈশ্বরদীর সবশেষ নিউজ । ইতিহাস টুয়েন্টিফোর

শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল

বিশেষ প্রতিবেদন
জুলাই ১৯, ২০২৩ ৬:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজসহ দেশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বুধবার (১৯ জুলাই) দুপুরে এক বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ছুটি বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি বাতিল করা হয়েছে। আগামী রোববার (২৩ জুলাই) থেকে যথারীতি ক্লাস চলবে।

আন্দোলনরত শিক্ষক ও অন্যান্য শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠকে শিক্ষামন্ত্রী এ সিদ্ধান্ত জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সঙ্গে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে, যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেটি এখন আর হচ্ছে না।

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠদান এবং মূল্যায়ন শেষ করতে হবে। এছাড়া একই সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোর সব বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে।

 

author avatar
SK Mohoshin

বিজ্ঞাপন

BONOLOTA IT POS ads